২৬ শে সেপ্টেম্বর শনিবার বিজেপির সর্বভারতীয় কমিটিতে ব্যাপক রদবদল করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার বিকেলেই মুকুল রায় সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন এবং রাহুল সিনহার জায়গায় সর্বভারতীয় সম্পাদক হয়েছেন অনুপম হাজরা। একদিকে মুকুল শিবির যেমন খুশি অন্যদিকে রাহুল সিনহা তেমন হুঙ্কার ছাড়ছেন। তাঁর বক্তব্য আমি জন্ম থেকে বিজেপি করছি, গত ৪০ বছর বিজেপি করার কি এই পুরস্কার?
অভিমানী রাহুল সিনহার বক্তব্য যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন তাঁদের নেতা করে দেওয়া হল, অথচ আমাকে সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল। এর থেকে খারাপ অবস্থা আর কিছু হতে পারে না। তবে তিনি আপাতত কোনো সিদ্ধান্তের কথা জানাননি, তিনি বলেছেন ১০ থেকে ১২ দিন আমি সময় চাইছি তারপর আমি কি করব তা জানাব। রাহুলের এই বিদ্রোহে রাজনৈতিক মহলের অনেকেরই ধারণা যে রাহুল দল ছেড়ে দিতে পারেন। তাহলে কি তিনি তৃণমূলে? এই প্রশ্ন উঠছে এখন অভিজ্ঞ মহলে।
অন্যদিকে অনুপম হাজরা কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন একটা পরিবারে বিভিন্ন ধরনের মতামত থাকে রাহুল দাকে আমি শ্রদ্ধা করি, আপনাদের মুখে কথা শুনে আমি রাহুল দাকে কিছু বলবনা। উনি সম্পাদক ছিলেন এখন আমি সম্পাদক হয়েছি কেন্দ্রীয় নেতৃত্ব আমার প্রতি আস্থা রেখেছেন, আমরা রাহুলদাকে নিয়ে সকলকে নিয়ে একটি যৌথ পরিবারের মতই চলবো।
Be the first to comment