CAB-এর জন্য অভিনন্দন জানাতে রাজ্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আনার পরিকল্পনা করছে বিজেপিঃ রাহুল সিনহা

Spread the love

ভিডিও সৌজন্যে- (বিজেপি ওয়েস্ট বেঙ্গল)

লোকসভায় পাশ হয়ে গেছে নাগরিকত্ব বিল। যার ফলে এতদিন বাদে বঞ্চিত শরণার্থীরা ভারতবর্ষের সম্মান পেল। তাই ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে নিয়ে আসা হবে। শুধু তাই নয়, শরণার্থীদের দ্বারা তাঁদের অভিনন্দন জানানোর কর্মসূচিরও পরিকল্পনা করা হচ্ছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহা।

রাহুল সিনহা বলেন, স্বাধীনতার পর থেকে এতদিন বাদে বঞ্চিত শরণার্থীরা ভারতবর্ষের সম্মান পেলো। CAB-এর দ্বারা বঞ্চিত ও অবহেলিত শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের যে ঐতিহাসিক পদক্ষেপ ভারত সরকার নিল তার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাতে তাঁদের সময় অনুযায়ী রাজ্যে নিয়ে আসা হবে। পাশাপাশি শরণার্থীদের দ্বারা তাঁদের অভিনন্দন জানানোর কার্যক্রমের চিন্তাভাবনা আমরা করব।

প্রসঙ্গত, মঙ্গলবারই লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। তারপর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এই বিলের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন কী বললেন রাহুল সিনহা?

শুনুন!

https://www.facebook.com/BJP4Bengal/videos/533197713954181/?t=0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*