মাসানুর রহমান,
লোকসভা নির্বাচনে দেশজুড়ে কংগ্রেসের ভরাডুবি। প্রায় সব জায়গাতেই বিজেপির কাছে বিপর্যস্ত হয়েছে কংগ্রেস। এমনকি নির্বাচনী প্রচারেও বিজেপির নেতা নেত্রীদের কাছে বিশালভাবে আক্রমণের মুখে পড়েন গান্ধী পরিবার। তবে এতো কিছুর পরও এইরূপ পরিস্থিতিতে দলের হাল ধরতে ফের সোনিয়া গান্ধীর উপরই ভরসা রাখল জাতীয় কংগ্রেস।
আজ দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেস সংসদীয় কমিটির বৈঠক হয় ৷ সেই বৈঠকের শেষেই সংসদীয় কমিটির নেত্রীর দায়িত্ব দেওয়া সোনিয়া গান্ধীর হাতে। বিগত পাঁচ বছর এই পদের দায়িত্ব সামলেছেন কর্ণাটকের নেতা মল্লিকার্জুন খার্গে ৷
লোকসভা নির্বাচনের কংগ্রেসের এই ফলাফলের পর কি হবে আগামী? কে হাল ধরবেন সেই নিয়ে ভাবছিলেন সকলেই৷ আর সেই নিয়েই তৈরী হয়েছিল জটিলতা। সোনিয়া গান্ধী নাকি রাহুল এই পদের দায়িত্ব নিয়ে ভাবছিলেন অনেকেই। সেটা ঠিক করতেই আজ দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠক হয় ৷ আজকের এই বৈঠকে হাজির ছিলেন রাহুল গান্ধী এবং লোকসভার নবনির্বাচিত এবং রাজ্যসভার কংগ্রেস সাংসদরাও ৷ মাকে অভিনন্দন জানান রাহুল।
Be the first to comment