কংগ্রেসের নতুন সভাপতি বাছাই ঘিরে চরম নাটক অব্যহত। কংগ্রেস সভাপতি বাছাই পর্বে থাকতে চান না সোনিয়া ও রাহুল গান্ধী। আর সেকারণেই শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন মা ও ছেলে। এদিকে, কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা দাবি করেছেন, ‘রাহুলের ইস্তফা এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আজ সন্ধেয় ওয়ার্কিং কমিটি এ নিয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে নতুন সভাপতি বাছতে ৫টি গ্রুপ করে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ওই ৫টি গ্রুপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস নেতৃত্ব। রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া কংগ্রেস সভাপতির পদে যোগ্য নেতাকে বাছাই করতে জোর তৎপরতা কংগ্রেসের অন্দরে। ইতিমধ্যেই দুটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। কংগ্রেস সভাপতির দৌড়ে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে ও মুকুল ওয়াসনিক। খাড়গে না ওয়াসনিক? কে হবেন কংগ্রেসের নয়া সভাপতি? না কি অন্য কেউ? জানতে গেলে আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে।
Be the first to comment