পহেলগাঁওয়ের পরিস্থিতি জানতে শাহের সঙ্গে ফোনে কথা বললেন রাহুল, মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ের পরিস্থিতি কী? জানতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বললেন রাহুল গান্ধী। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে এনিয়ে একটি পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি দাবি জানিয়েছেন সুবিচারের।
এদিন রাহুল লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে পহেলগাঁওয়ের ভয়ংকর জঙ্গি হামলা নিয়ে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতির সম্পর্কে জেনেছি। এই ঘটনায় আক্রান্তরা বিচার চাইছে।”
এদিকে জঙ্গি হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই সৌদি সফর কাটছাঁট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বুধবার ভোরে বিমানবন্দরে অবতরণের পরই অজিত ডোভাল ও জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। আজই তাঁর বাসভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃত পর্যটকদের দেহ শ্রীনগর নিয়ে আসা হয়েছে। সেখানেই পৌঁছছেন অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা সকলেই শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত রয়েছেন বলে জানা যাচ্ছে। সেখান থেকে পহেলগাঁওয়ের রিসর্টে যাওয়র কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে দিল্লি ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে ইতিমধ্যেই জঙ্গি হামলার জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পর পালটা আঘাত শুরু করেছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের বারামুলায় সেনা অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*