গত এক বছরে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট থেকে করা একের পর এক টুইটকে ঘিরে দেখা দিয়েছিল জল্পনা। কংগ্রেস সহ-সভাপতির অ্যাকাউন্ট থেকে তাঁর হয়ে কে বা কারা টুইট করে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার সেই জল্পনার অবসান ঘটালেন খোদ রাহুলই। রবিবার তিনি বলেন, তিন থেকে চার সদস্যের একটি দলের সঙ্গে আলোচনা করেই টুইটারে পোস্ট করা হয়। তাঁকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপি-র প্রথম সারির নেতাদের একের পর এক খোঁচার উত্তর টুইটারেই দেন কংগ্রেস সহ সভাপতি।তা থেকেই কার্যত জল্পনার শুরু। প্রশ্ন ওঠে এই টুইট তিনি নিজে করেন না তাঁর হয়ে কেউ করে দেয়।প্রসঙ্গত, কিছুদিন আগে টুইটারে তাঁর সাধের কুকুর ছানাটির একটি ভিডিও পোস্ট করেন রাহুল। সেখানে পিডির নাম করেই লেখা হয়, মজা করে যা এখানে পোস্ট করা হয় তা আমিই করি। তাঁর সেই টুইট নিয়ে সোশ্যাল মিডিয়া একসময় রীতিমতো সরগরম হয়ে ওঠে।
অবশেষে রবিবার সকালে বিষয়টি পরিষ্কার করলেন রাহুল। তিনি জানালেন, তিন থেকে চার জনের একটি দল রয়েছে। আমার সঙ্গে আলোচনার পরই বিভিন্ন ইস্যুতে টুইটারে পোস্ট করেন তাঁরা। তবে, যেকোনও রাজনৈতিক পোস্ট যে তিনি নিজেই করেন তাও জানিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি।
Be the first to comment