বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার শীর্ষ আদালতে ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নির্বাচন, প্রচার ও রাজনৈতিক উত্তেজনার কারনেই রাফাল চুক্তি প্রসঙ্গে ‘গলি গলি মে শোর হ্যায়, হিন্দুস্থান কা চৌকিদার চোর হ্যায়’ এই কথাই বলেছিলেন রাহুল। পাশাপাশি তিনি জানিয়েছেন তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।
তবে নানা জল্পনার মধ্যেই সুপ্রিম কোর্টের রায়ের পর ফের ট্যুইট করেছেন রাহুল। তিনি লিখেছেন ২৩ মে জনতার আদালতেই বিচার হয়ে যাবে পদ্মের ছাপধারী চৌকিদারই আসলে চোর। ন্যায়বিচার হবেই। পাশাপাশি তিনি আরও লেখেন, গরিবদের টাকা লুঠ করে নিজের ধনী বন্ধুদের লাভবান করেন যিনি, সেই চৌকিদার শাস্তি পাবেন।
Be the first to comment