দলিতদের অবস্থার জন্য আরএসএস ও বিজেপিকে একহাত নিলেন রাহুল

Spread the love

দলিতদের বর্তমান অবস্থার জন্য এবার রাহুল গান্ধী নিশানা করলেন আরএসএস ও বিজেপিকে। মোদী সরকারের বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষায় রাস্তায় নামা দলিতদের শ্রদ্ধা জানিয়ে কংগ্রেস সভাপতি সোমবার বলেন, দলিতদের ভারতীয় সমাজের একেবারে নীচু তলায় ফেলে রেখে দিয়েছে বিজেপি, আরএসএস। এটা ওদের ডিএনএ-তেই রয়েছে। যেই ওদের এই ভাবনাকে চ্যালেঞ্জ করে, হিংসা দিয়ে তাকে দমন করা হয়।

প্রসঙ্গত, গত ২০ মার্চ সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সরকারি কর্মীদের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার বন্ধের আইনের যথেচ্ছ অপব্যবহার করা হচ্ছে। তাই এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না। তফশিলি জাতি–উপজাতির উপর অত্যাচারের কোনও মামলা দায়ের করার আগেই সেই ঘটনা ডিএসপি পর্যায়ের কোনও আধিকারিককে দিয়ে তদন্ত করাতে হবে। এছাড়াও ঘটনায় অভিযুক্ত কোনও সরকারি আধিকারিককে গ্রেপ্তারের আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধেই ২ এপ্রিল ভারত বনধের ডাক দিয়েছিল পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি, ভারিপ বহুজন মহাসঙ্ঘ, সিটু, জাতি অন্ত সংঘর্ষ সমিতি, রাষ্ট্রীয় সেবা দল, ন্যাশনাল দলিত মুভমেন্ট ফর জাস্টিস সহ বিভিন্ন সংগঠন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*