রাতভর ধানমন্ডির মুজিব ভবনে তাণ্ডব, সকালে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাত পেরিয়ে সকাল। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরে ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। বুধবার রাত ৯টা নাগাদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভাষণ দিচ্ছেন ঠিক তখনই বিক্ষোভকারীরা হামলা চালায়। গতকাল বঙ্গবন্ধুর বাড়ি ও মিউজিয়ামে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আজ, বৃহস্পতির সকালেও ছবিটা এতটুকুও বদলায়নি।

হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ। আওয়ামী লীগের এখন ছিন্নভিন্ন ছাত্র সংগঠন ছাত্রলীগ আয়োজিত ভাষণে শেখ হাসিনা বর্তমান শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। যা নিয়ে হাসিনা-বিরোধীরা ক্ষোভে ফুঁসতে থাকে। বুধবার হাসিনার ভাষণ শুরু হতেই সেই রোষ গিয়ে পড়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। মুজিবের বাড়িতে প্রথমে তাণ্ডব চালানো হয়। তারপর ভাঙচুর চালায় জনতা, পরে নিয়ে আসা হয় বুলডোজার।


উল্লেখ্য, এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ-সহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল। পরে এই বাড়িটিকে তাঁর স্মৃতিতে জাদুঘর হিসেবে গড়ে তোলেন মুজিব কন্যা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক হাজার মানুষ ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ির সামনে উপস্থিত হয়। তারপর তাণ্ডব শুরু করে। বাড়ির বাইরে স্লোগান ওঠে, এই বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট মাসে যখন হাসিনার প্রায় ১৬ বছরের আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে, তখন ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গোপনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চড়ে ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করেন। এদিকে, বাংলাদেশ জুড়ে এই পরিস্থিতির মাঝে ইউনুস সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*