কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় এক মহিলার ব্যাগ ছিনতাই করতে গিয়ে হাতানাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাকে ঘিরে যাত্রী সুরক্ষার অব্যবস্থার অভিযোগ তুলে বেশ কিছুক্ষণ রায়গঞ্জ স্টেশনে বিক্ষোভ দেখায় যাত্রীরা। ছিনতাইকারীকে রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রেল সূত্রে খবর, ওই মহিলার নাম পিয়ালী বোস দাস। কলকাতা থেকে ১৩১৪৫ আপ রাধিকাপুর এক্সপ্রেসের এসি- টু টায়ারে চেপেছিলেন তিনি। পিয়ালী জানিয়েছেন, নিজের সিটেই বসেছিলেন তিনি। হঠাৎই এক যুবক টান দিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি চিৎকার করে উঠলে ওই যুবক তাঁকে ভয় দেখাতে শুরু করে। পরে ট্রেনের অন্যান্য যাত্রীরা ধরে ফেলে তাকে। ঘটনার পর বেশ কিছুক্ষণ স্টেশনে নেমে বিক্ষোভ দেখান যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী এক যাত্রীর কথায়, ধরে ফেলার পরও বেশ কিছুক্ষণ ওই যুবক নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছিল। পরে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। যাত্রীদের অভিযোগ, টিকিট না কেটে কী ভাবে ট্রেনের এসি কামরায় উঠলেন ওই যুবক। তাঁদের দাবি, টিকিট পরীক্ষককে বিষয়টা জানিয়েও কোনও লাভ হয়নি। বারংবার বলা সত্ত্বেও তিনি কোনও ব্য়বস্থা নিতে রাজি হচ্ছিলেন না। দূরপাল্লার ট্রেনে যাত্রা করাটা কতটা সুরক্ষিত সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, পিয়ালী রায়গঞ্জ দায়রা আদালতে সেরেস্তাদার। ঘটনায় রেলপুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্তকে জেরা করে পুলিশ জেনেছে তার নাম কুন্তল বন্দ্যোপাধ্য়ায়। বাড়ি বিরাটীর কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Be the first to comment