শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচলে বিঘ্ন, দফায় দফায় রেল অবরোধ বামদের

Spread the love

মেদের ডাকা বাংলা বনধকে ঘিরে শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। শুক্রবার শিয়ালদহ রানাঘাট শাখার কাঁচড়াপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলে সকাল থেকে দফায় দফায় রেল অবরোধে ব্যাহত হয় ট্রেন চলাচল।

বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে শুক্রবার বাংলা বনধ ডাকে বামেরা। সেই বনধকে সমর্থন জানায় কংগ্রেসও। শুক্রবার সকাল থেকে বনধকে সফল করতে পথে নেমে পড়ে বাম কর্মী সমর্থকরা। এদিন সকাল সাড়ে ৬ টা নাগাদ শিয়ালদহ মেইন শাখার কাঁচরাপাড়া স্টেশনে বামেরা ট্রেন লাইনের উপর বসে পড়ে রেল অবরোধ শুরু করেন। বামেদের এই রেল অবরোধ ঘিরে নিত্য যাত্রীদের সঙ্গে তাদের বচসাও বাঁধে । নিত্যযাত্রীরা হাত জোড় করে বনধ সমর্থকদের অনুরোধ করেন যাতে তারা কাঁচরাপাড়ায় রেল অবরোধ তুলে নেয়, অসংখ্য নিত্যযাত্রী কর্মস্থলে যেতে বাধা প্রাপ্ত হয়।

যদিও শেষ পর্যন্ত আর পি এফ এবং নিত্যযাত্রীদের চাপে বনধ সমর্থকরা কাঁচরাপাড়ায় রেল অবরোধ তুলে নেন। একই ভাবে জগদ্দল, কাঁকিনারাতেও সাময়িক রেল অবরোধ করেন বনধ সমর্থকরা। তবে কিছুক্ষন পরে উঠে যায় সেই রেল অবরোধ । আর পি এফ ও জি আর পি গিয়ে বনধ সমর্থকদের কাঁকিনাড়ায় রেল লাইনের উপর থেকে হটিয়ে দেয়।

তবে শিয়ালদহ রানাঘাট শাখার বিভিন্ন রেল স্টেশন গুলিতে সাময়িক অবরোধের জেরে শুক্রবার সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। নির্দিষ্ট সময়ের থেকে লেটে চলছে লোকাল ট্রেন গুলি। একই সঙ্গে শুক্রবার সকাল থেকে সড়ক পথ অবরোধ করে বনধকে সফল করার চেষ্টা করেছেন বনধ সমর্থকরা।

ঘোষপাড়া রোডের বিভিন্ন মোড়ে মোড়ে বাম কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । ঘোষপাড়া রোডের ভাটপাড়া মোড়ে পথ অবরোধ। শ্যামনগরে পথ অবরোধ করে রেখে বাম কর্মী সমর্থকরা । তাঁদের অভিযোগ, বৃহস্পতিবার বাম কর্মী সমর্থকদের উপর অমানুষিক অত্যাচার করেছে বর্তমান তৃণমূল সরকারের পুলিশ । তৃণমূলের সেই অত্যাচারের বিরুদ্ধে বামেদের এই বনধ ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*