চায়ের কাপে লেখা ‘ম্যায় ভি চৌকিদার ৷’ আবারও বিতর্কের মুখে পড়লো ভারতীয় রেল ৷ খবরটি নজরে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই দু’দুবার ভারতীয় রেলকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ উল্লেখ্য, মঙ্গলবার আবারও ভারতীয় রেলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে রেলওয়ের জবাব তলব করেছে নির্বাচন কমিশন, এমনটাই খবর।
জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেসের কাপে লেখা ‘চৌকিদার’ ৷ সরকারি সংস্থা মারফত চলছে বিজেপির প্রচার ! গোটা দেশ জুড়ে চলছে ভোট প্রচার ! শতাব্দী এক্সপ্রেসের চায়ের কাপে চলল ভোট ক্যাম্পেন, কাপের গায়ে লেখা ‘ম্যায় ভি চৌকিদার’! মুহূর্তে সেই ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। বিতর্কে ভারতীয় রেল ৷ রেলের চায়ের কাপে মোদির স্লোগান ব্যবহার হওয়ায় ফের বিতর্কে জড়িয়েছে ভারতীয় রেল ৷ তবে, পরে বিষয়টি নজরে আসতেই ক্ষমা স্বীকার করে নিয়েছে রেলওয়ে সংস্থা ৷ ইতিমধ্যেই কনট্রাকটর এবং পর্যবেক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
Be the first to comment