এবছরের মধ্যেই রেলের ১১,০৪০টি পদের অবলুপ্তি ঘটছে। সূত্রের খবর, ইতিমধ্যেই রেলের বিভিন্ন জোনের জিএমকে লিখিত নির্দেশ পাঠানো হয়েছ বলে জানা গেছে। এর মধ্যে পূর্ব রেলে ১১০০টি, উত্তর রেলে ১৫০০টি, দক্ষিণ রেলে ১৫০০টি, ইস্ট কোস্ট, নর্থ ইস্ট ও ওয়েস্টার্নে ৭০০টি করে। সাউথ ইস্টার্ন রেলে ৮২৫টি, সাউথ সেন্ট্রাল রেলে ৮০০টি, উত্তর-পূর্ব সীমান্তে ৫৫০টি, নর্থ ওয়েস্ট ও ওয়েস্ট সেন্ট্রালে ৩০০টি করে, সাউথ-ইস্ট সেন্ট্রাল রেলে ৪০০টি, সাউথ ওয়েস্টার্নে ২০০টি ও নর্থ সেন্ট্রালে ১৬৫টি পদের অবলুপ্তি ঘটছে।
দেশে এখন সরকারি চাকরির হাহাকার। তার মধ্যে আবার বিপুল পরিমাণ পদের অবলুপ্ত ঘটানোয় চাকরি প্রার্থীদের হতাশা বাড়ছে। সূত্রের খবর, এমনিতেই রেলের সেফটি ক্যাটাগরিতে প্রায় দেড় লক্ষ পদ ফাঁকা রয়েছে। যাত্রী সুরক্ষা ব্যবস্থা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সেদিকে নজর না দিয়ে উল্টো বিভিন্ন পদ কমানোর পরিকল্পনা করা হচ্ছে। আসলে সুকৌশলে বেসরকারিকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রেলেকে, এমনটাই দাবি রেলের বিভিন্ন কর্মী সংগঠনের।
Be the first to comment