দু’ দফায় মোট ২ লক্ষ ৩০ হাজার কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। জানা গিয়েছে, প্রথম নিয়োগের নোটিশ জারি হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই। তবে সবচেয়ে বড় বিষয় হলো সদ্য পাশ হওয়া দরিদ্র উচ্চবর্ণের জন্য থাকবে বিশেষ সংরক্ষণ। সংরক্ষণের আওতায় থাকবে ২৩ হাজার পদ ৷ নতুন নিয়ম অনুযায়ী ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে উচ্চবর্ণের দরিদ্রদের জন্য। ফলে ২ লক্ষ ৩০ হাজার পদের মধ্যে ২৩ হাজার সংরক্ষিত থাকছে তাদের জন্য।
এছাড়াও ৩৪ হাজার পদ সংরক্ষিত থাকবে তপশিলি জাতির জন্য। পাশাপাশি ১৭ হাজার পদ সংরক্ষিত থাকবে তপশিলি উপজাতির জন্য। এছাড়া ওবিসির জন্য থাকছে ৬২ হাজার পদ। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী ২ বছরে আরও ৪ লক্ষ কর্মসংস্থান হবে রেলে।
উল্লেখ্য, প্রথম দফার নোটিশ ফেব্রুয়ারি-মার্চের মধ্যে দেওয়া হবে। পরের দফার নোটিশ অবশ্য আগামী বছরের মে-জুন নাগাদ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
Be the first to comment