দক্ষিণ-পূর্ব রেলের চলতি বছরের কর্মসংস্থানে যে ৫৩টি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে, তা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে। উপযুক্ত প্রার্থীর যোগ্যতা বিচার করে রেলের ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তারা টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে এই ইন্টারভিউ নেবেন। স্টাফ নার্স, ড্রেসার, হসপিটাল অ্যাটেনড্যান্ট এবং হাউজ কিপিং অ্যাসিসট্যান্ট- এই চারটি পদে মোট ৫৩ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- স্টাফ নার্স পদের জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের প্রতিষ্ঠিত কোনও নার্সিং স্কুল থেকে ৩ বছরের জেনারেল নার্সিং এবং ধাত্রীবিদ্যায় কোর্স শেষ করার সার্টিফিকেট থাকতে হবে। বাকি পদে আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি বা সমতুল্য কোনও ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
Be the first to comment