আরও ৫০টি বিশেষ ট্রেন চালু করবে রেল

Spread the love

২১ জুন থেকে আরও ৫০টি বিশেষ ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। পাশাপাশি ২৫ জুন থেকে গোরক্ষপুর থেকে বান্দ্রা টার্মিনাস পর্যন্ত গৃষ্মকালীন বিশেষ ট্রেন চালু করার ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল।

নিম্ন উল্লেখিত ট্রেনগুলি ২১ জুন থেকে চালু করা হবে:

০২০১১ নয়াদিল্লি-কালকা শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)। ২১ জুন থেকে চালু হবে।

০২০১২ কালকা-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)। ২১ জুন থেকে চালু হবে।

০২০১৭ দেহরাদূন-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)। ২১ জুন থেকে চালু হবে।

০২০১৮ নয়াদিল্লি-দেহরাদূন শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)। ২১ জুন থেকে চালু হবে।

০২০১৪ অমৃতসর-নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)। ১ জুলাই থেকে চালু হবে।

০২০১৩ নয়াদিল্লি-অমৃতসর জনশতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)। ১ জুলাই থেকে চালু হবে।

০২০০৫ নয়াদিল্লি-কালকা শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)। ২১ জুন থেকে চালু হবে।

০২০০৬ কালকা-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)। ২২ জুন থেকে চালু হবে।

০২০৪৬ চণ্ডীগড়-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস (বুধবার ছাড়া প্রতিদিন)। ২২ জুন থেকে চালু হবে।

০২০৪৫ নয়াদিল্লি-চণ্ডীগড় শতাব্দী এক্সপ্রেস (বুধবার ছাড়া প্রতিদিন)। ২২ জুন থেকে চালু হবে।

০২০২৯ নয়াদিল্লি-অমৃতসর জনশতাব্দী এক্সপ্রেস (বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন)। ২ জুলাই থেকে চালু হবে।

০২০৩০ অমৃতসর-নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস (বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন)। ২ জুলাই থেকে চালু হবে।

০২২৬৫ দিল্লি সরাই রোহিল্লা-জম্মু তাওয়াই দুরন্ত এক্সপ্রেস (মঙ্গলবার, শুক্রবার, রবিবার)। ২ জুলাই থেকে চালু হবে।

০২২৬৬ জম্মু তাওয়াই-দিল্লি সরাই রোহিল্লা দুরন্ত এক্সপ্রেস (বুধবার, শনিবার, সোমবার)। ৩ জুলাই থেকে চালু হবে।

০২৬২০/০২৬১৯ মঙ্গালোর সেন্ট্রাল-লোকমান্য তিলক টার্মিনাস (মঙ্গালোর)।

০৫২৬৯ মুজাফফরপুর-আহমদাবাদ স্পেশাল ট্রেন।

০৫২৭০ আহমেদাবাদ-মুজাফফরপুর স্পেশাল ট্রেন।

০৩২৫৯ পাটনা-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্পেশাল ট্রেন।

০৩২৬০ – ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-পাটনা স্পেশাল ট্রেন।

এছাড়া বাংলা থেকে যে ট্রেনগুলি চালু হতে চলেছে :

০২০১৯ হাওড়া-রাঁচি শতাব্দী বিশেষ ট্রেন।

০২০২০ রাঁচি-হাওড়া শতাব্দী বিশেষ ট্রেন।

০২৩৪৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেন।

০২৩৪৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ বিশেষ ট্রেন।

০৩১৬১ কলকাতা-বালুরঘাট বিশেষ ট্রেন।

০৩১৬২ বালুরঘাট-কলকাতা বিশেষ ট্রেন।

০২২৬১ কলকাতা-হলদিবাড়ি বিশেষ ট্রেন।

০২২৬২ হলদিবাড়ি-কলকাতা বিশেষ ট্রেন।

০৩০৩৩ হাওড়া-কাটিহার বিশেষ ট্রেন।

০৩০৩৪ কাটিহার-হাওড়া বিশেষ ট্রেন।

ভাগলপুর-দানাপুর, ভাগলপুর-মুজাফ্ফরপুর স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে ১৪ জুন থেকে। এছাড়া বাকি যে ট্রেনগুলির পরিষেবার কথা বলা হয়েছে সেগুলি হল দার্জিলিং মেইল, কলকাতা-শিলঘাট, হাওড়া-রাঁচি শতাব্দী, হাওড়া-আসানসোল ইন্টারসিটি, শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-মালদাটাউন ইন্টারসিটি, কোলফিল্ড এক্সপ্রেস, হাজার দুয়ারী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, কলকাতা থেকে বালুরঘাটগামী তেভাগা এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর, তিস্তাতোর্ষা এক্সপ্রেস, আসানসোল-টাটা ট্রেন। এছাড়া শিয়ালদা-পুরী এক্সপ্রেস-সহ কবিগুরু এক্সপ্রেস এবং আরও বেশ কয়েকটি ট্রেন এই তালিকায় রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*