আজ সকাল থেকে সারা ভারত রেল সড়ক অবরোধের ডাক দেয় ‘আদিবাসী সেঙ্গল অভিযান’ সংগঠন। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এর ভালো প্রভাব পড়ে। সকাল থেকেই শুরু হয় আদিবাসীদের রেল ও সড়ক পথ অবরোধ।
সবচেয়ে সমস্যায় পড়েন প্রায় দেড় হাজার পিএসসি পরীক্ষার্থী। আজ পিএসসি ক্লার্কশিপের মেইন পরীক্ষা ছিল। তাঁদের শিলিগুড়িতে বিভিন্ন সেন্টারে সকাল ১১টা থেকে পরীক্ষা ছিল। কিন্তু আদিবাসীদের রেল রোকো আবরোধের জেরে আটকে পড়েন তাঁরা।
এই পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দিতে পারার আবেদন জানায় রাজ্য সরকার। সেই প্রস্তাবেই সায় দেয় পিএসসি৷ তবে এই পুনরায় পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে।
Be the first to comment