অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর সেকশনে ট্রেন চলাচল ব্যাহত। কাঠুয়া ও উন্নাও কাণ্ডের প্রতিবাদে চেঙ্গাইল স্টেশনে অবরোধ করেন স্থানীয়রা। এর আগে বাউরিয়ায় একটি মিছিল বের করে অবরোধকারীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ কর্মীরা। যান আরপিএফের আধিকারিকরাও।
অবরোধের ফলে উল্লেখ যোগ্য যে সমস্ত এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে সেগুলি হল ফলকনুমা এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, লালমাটি এক্সপ্রেস। লোকাল ট্রেনগুলির মধ্যে রয়েছে পাঁশুকুড়া লোকাল, মেচেদা লোকাল, বাগনান লোকাল এবং মেদিনীপুর লোকাল।
কাঠুয়া ও উন্নাও কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে অবরোধ চেঙ্গাইল স্টেশনে। সকাল সাড়ে সাতটা থেকে অবরোধ শুরু হয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। লোকাল ট্রেন আটকে পড়ায় বিপাকে পড়েন অফিস যাত্রীরা।
Be the first to comment