
রোজদিন ডেস্ক, কলকাতা :- কাল মৌনি অমাবস্যা। মহাকুম্ভ মেলায় পূণ্যস্নান হওয়ার পরও ভিড় কমছে না, বরং দিন দিন তা আরও বাড়ছে। বুধবার মৌনি অমাবস্যা উপলক্ষে আবারও বিপুল সংখ্যক তীর্থযাত্রীর উপস্থিতি হবে বলে অনুমান করছে উত্তর প্রদেশ সরকার। এদিন তীর্থযাত্রীদের স্নানের জন্য ত্রিবেনী সঙ্গমে হাজার হাজার মানুষ উপস্থিত হতে চলেছে।তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রতি চার মিনিটে এক একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। এসব ট্রেন মূলত মেন জংশন থেকে চলবে, যাতে প্রয়োজনীয় সময়ের মধ্যে সবার সঠিক গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা যায়। এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়ে যাচ্ছে বুধবার, মৌনি অমাবস্যা তিথিতে।রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মোট ৪৮.৭ লক্ষ মানুষ প্রয়াগরাজে পৌঁছেছেন। এর মধ্যে মকর সংক্রান্তির দিন একাই ১৩.৯ লক্ষ মানুষ ট্রেনে করে প্রয়াগরাজে পৌঁছান, যাদের জন্য ১০১টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। এবার, মৌনি অমাবস্যার জন্য ১৫০টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের অর্ধকুম্ভে একদিনে ৮৫টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল, এবারের সংখ্যা তার চেয়ে অনেক বেশি বলে জানানো হয়েছে।রেলের একটি কর্মকর্তা জানিয়েছেন, প্রতি ৪ মিনিটে একটি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে, যাতে তীর্থযাত্রীদের চলাচল দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে করা যায়। বুধবার, অনুমান করা হচ্ছে, ত্রিবেনী সঙ্গমে ১০ কোটি মানুষ গঙ্গায় স্নান করবেন, যার মধ্যে অন্তত ১০ শতাংশ মানুষ ট্রেনে যাত্রা করবেন।
Be the first to comment