
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো পুজোতে বৃষ্টি এবার ভিলেন। কিন্তু উৎসবের আমেজের কাছে হার মানল বৃষ্টি। সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। এখনও চলছে। কিন্তু মানুষের উৎসাহে বিন্দুমাত্র খামতি দেখা যায়নি। মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল।
নরেন্দ্রপুর এস. ডি. পার্ক


হাজরা পার্ক দুর্গোৎসব


৬৬ পল্লি


বাদামতলা আষাঢ় সংঘ


Be the first to comment