অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। শুক্রবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে ৷ সেই পূর্বাভাস মতোই শুক্রবার অবশেষে বর্ষা এলো দক্ষিণের জেলাগুলোতে ৷
আলিপুর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বাংলার উপকূলের দোরগোড়ায় রয়েছে মৌসুমিবায়ু। তবে মৌসুমী বায়ু এলেও ততটা শক্তিশালী হবে না। তাই খুব বেশী বৃষ্টি হবে না প্রথম দফায়।
Be the first to comment