আগামী ৪-৫ দিনে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও হরিয়ানা ও চণ্ডীগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করলো ভারতীয় মৌসম বিভাগ। মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে ১৮ জুলাইয়ের পর ওড়িশা ও ছত্তীসগড়ের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে আগামী ৩-৪ দিনে মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনায় কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
উল্লেখ্য, ১৬ জুলাই পশ্চিমবঙ্গ, সিকিমেও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তর পঞ্জাব, উত্তর হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কোঙ্কণ অ্যান্ড গোয়া, তামিলনাড়ু, পুদুচেরি ও কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
Be the first to comment