অবশেষ স্বস্তির বার্তা নিয়ে এলো আবহাওয়া দফতর ৷ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিলো হাওয়া অফিস ৷ জানা গিয়েছে, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্ধ্র ও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর সেই ঘূর্ণাবর্তের প্রভাবেই এরাজ্যের উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ আজ বিকেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তবে দিনভর দক্ষিণবঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পাশাপাশি কালকাতাবাসীর জন্যও সুখবর ৷ আর কিছুক্ষণের মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তিলোত্তমার বুকে ৷ বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলিতেও ৷
তবে শুক্রবার, ২৬ জুলাই পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপের কারণে সমুদ্র অশান্ত থাকবে। ২৭ জুলাই থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। যেসব মৎস্যজীবী গভীর সমুদ্রে আছেন, তাঁদের শুক্রবার সন্ধ্যার মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হচ্ছে।
Be the first to comment