আপাতত কলকাতায় আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে হওয়া বৃষ্টি থেকে রেহাই মিলবে কলকাতাবাসীর। মঙ্গলবার থেকে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। খানিকটা বৃদ্ধি পাবে তাপমাত্রাও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, বিক্ষিপ্তভাবে গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের সহ-অধিকর্তা গণেশ দাস।
কলকাতা ও উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ঘূর্ণাবর্ত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যেটি পশ্চিমবঙ্গের মধ্যভাগ ও ঝাড়খণ্ডের উপর বিস্তৃত রয়েছে। এর ফলেই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে সোমবার থেকে কলকাতায় মোটের উপর স্বাভাবিক থাকবে তাপমাত্রা। দিনের বেলা একটু বাড়তে পারে। বৃষ্টিও বর্ষাকালের নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবে হবে । চলতি বছর বর্ষার মরশুমে বৃষ্টির পরিমাণে যে ঘাটতি ছিল এই ক’দিন টানা বৃষ্টিতে তা কিছুটা কমেছে বলে জানিয়েছেন সহ-অধিকর্তা। কলকাতায় ঘাটতির পরিমাণ কমে দাঁড়িয়েছে ২২-এ, দক্ষিণবঙ্গে ২৭-এ। আগামী ২৪ ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম । দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
Be the first to comment