বুধবার থেকে দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি শুরু হবে, এমনটাই জানালো আলিপুর হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে কারণ, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ৷
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে উপকূলের জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে ৷ আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷
রবিবার কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে ৷ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Be the first to comment