বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Spread the love
নিম্নচাপের কারণে চলতি সপ্তাহের মধ্যভাগ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। উপগ্রহ চিত্র বলছে, আগামী বৃহস্পতিবার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা প্রবল। যত দিন যাবে, তত সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসবে।
এরফলে দেশের উপকূলীয় অঞ্চলে ১২ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে ঝড়ের গতিবেগ। পূর্বভাস বলছে, আগামী বৃহস্পতিবার থেকে এক সপ্তাহ টানা মাঝারী থেকে ভারী বৃষ্টি চলবে দেশের বিভিন্ন অংশে। উপকূল অংশে হতে পারে অতি ভারী বর্ষণও।
এই কারণে ইতিমধ্যেই উপকূল অঞ্চলগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। মত্স্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এরাজ্যের দিঘা, মন্দারমণি উপকূলেও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। জলোচ্ছ্বাসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*