আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গেই

Spread the love

মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। ফের উত্তরমুখী মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উত্তরবঙ্গের দিকে সরবে সোমবার। এর প্রভাবেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে, সিকিম ও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।

মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের, আজমেঢ়, গুনা, ডালটনগঞ্জ পানাগড় হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত।মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ আগামী ৪৮ ঘণ্টায় সরে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে। এর প্রভাবেই আরও এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে।

রবিবার থেকেই সিকিমে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং জেলায়। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে মঙ্গল ও বুধবার।

দক্ষিণবঙ্গেও মঙ্গলবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবারের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায়। প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবারে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা সামান্য বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ অতি সক্রিয় উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে কর্ণাটক উপকূল, রাজস্থানের উত্তর-পূর্ব ও মধ্য এলাকায় ,গুজরাত এবং ছত্তিশগড়ে। একটি অফশোর অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কেরল উপকূল পর্যন্ত। সৌরাষ্ট্র থেকে পঞ্জাব পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা।

এই সিস্টেমগুলোর প্রভাবে আগামী কয়েকদিন হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের মাঝামাঝি ভারী বৃষ্টি হতে পারে দিল্লি-সহ উত্তর প্রদেশ পঞ্জাব, হরিয়ানাতেও।

সোমবার থেকে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খন্ডেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*