কমবে বৃষ্টি, বাংলা-ওড়িশার উপকূল থেকে এবার একটু একটু করে সরছে নিম্নচাপ

Spread the love
সকালে চোখ খুলেই সেই চরম বিরক্তিটা পিছু ছাড়ছিল না ৷ সপ্তাহের প্রথম কাজের দিনের সকাল ৷ কিন্তু বিছানা ছেড়ে উঠতে মন চাইছে না ৷ চাইবেই বা কী করে ? বাইরে প্রবল বৃষ্টি, সেই সঙ্গে ঠাণ্ডা হাওয়া ৷ চাদরের তলায় ঘুমটা জমে ক্ষীর ৷ ইচ্ছে করছে খিচুড়ি-ইলিশ মাছ ভাজায় লাঞ্চ করে দুপুর ঘুম দিতে ৷ স্বাভাবিকভাবেই এই বৃষ্টির মধ্যে প্রায় ভেজা হয়ে অফিস যাওয়ার চিন্তা মাথায় এলেই বিরক্তিতে মনটা বিষিয়ে উঠবেই ৷ মনে মনে যদি বৃষ্টিকে অনেক শাপশাপান্ত করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর ৷
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, পরিষ্কার হবে আকাশ ৷ সরে যাবে মেঘ ৷ কারণ নিম্নচাপের ফাঁড়া কাটছে একটু একটু করে ৷ বাংলা-ওড়িশার উপকূল থেকে এবার একটু একটু করে নিম্নচাপ সরছে ৷ এই মূহূর্তে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে ডালটনগঞ্জ থেকে রাঁচির মধ্যে অবস্থান করছে ৷ ফলে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে ৷ অন্যদিকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা ৷ তবে আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে ৷ তবে হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি হলেও আর্দ্রতা থাকবে ৷ বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তিও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*