দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। রাজ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মূলত উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন ঝাড়গ্রাম এবং কলকাতাতেও ভারী বৃষ্টির পবর্বাভাস দিয়েছএ হাওয়া অফিস।
উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধপ্রদেশের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অবস্থান। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে নিম্নচাপ। গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওডিশা উপকূল হয়ে ছত্রিশগড়ের দিকে যাবে।
এদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা সর্বোচ্চ ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। পাশাপাশি দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ওডিশাতে সোমবার থেকে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়। এই দুই জেলার উপকূলের অংশে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া লওয়ার সম্মাবনা রয়েছে।বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
Be the first to comment