সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর জুড়ে। ভাসতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও।
এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী এলাকাগুলিকেও সতর্ক করা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
নিম্নচাপের ফলে উত্তাল রয়েছে সমুদ্র। মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপ, ঘূর্ণবাত এবং মৌসুমী অক্ষরেখার কারণেই আগামী দু’দিন ভাসতে চলেছে শহর কলকাতা। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের দাপট এখনই কমবে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
Be the first to comment