নাগাড়ে বৃষ্টি চলছেই ৷ তার উপর জোড়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ ৷ ফলে মৎস্যজীবীদের আগাম সতর্কতাবার্তা দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ আগামী ২৭ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করল হাওয়া অফিস ৷ মৎস্য দপ্তরের পক্ষ থেকেও আজ সমুদ্রে যেতে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যে সব ট্রলার মাছ ধরতে গিয়েছিল সেগুলিকে ফিরে আসার জন্য বার্তা পাঠিয়েছেন মৎস্য দপ্তর সংগঠনের আধিকারিকরাা ৷ ইতিমধ্যেই প্রায় হাজারখানেক ট্রলার ফিরেও এসেছে।
আজ বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই । বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সপ্তাহ শেষে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আগেই জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফে ৷ আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ। এর জেরে শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
Be the first to comment