ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে বর্ষা । জানা গিয়েছে, এবছর অত্যাধিক বৃষ্টিপাত ও বন্যার কারণে প্রাণ হারিয়েছেন প্রায় ৫৩৭ জন মানুষ । সবথেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত ও অসমে । গত দুদিনে অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ি ভেঙে পড়ে উত্তরপ্রদেশে প্রায় ৫৮ জন মানুষের মৃত্যু হয়েছে । ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০টিরও বেশি বাড়ি। মহারাষ্ট্রের ২৬টি জেলায় ব্যাপক আকার নিয়েছে বন্যা। একই অবস্থা পশ্চিমবঙ্গের ২২, অসমের ২১, কেরালার ১৪ ও গুজরাতের দশটি জেলায় ।
ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির কারণে মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ১৩৯ জন । কেরালায় ১২৬, পশ্চিমবঙ্গে ১১৬, উত্তরপ্রদেশে ৭০, গুজরাতে ৫২ ও অসমে ৩৪ জন মানুষের মৃত্যু হয়েছে। প্রায় সবকটি রাজ্যেই বন্যার কারণে আক্রান্ত লক্ষাধিক। অসমে প্রায় ২লক্ষেরও বেশি মানুষ ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন।
পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় ১.৬ লক্ষ। প্রত্যেকটি রাজ্যেই ইতিমধ্যে উদ্ধারকার্যে নেমেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী । গুজরাতে এখনও পর্যন্ত ১৫,০০০ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে । কেরালাতেও বন্যা পরিস্থিতি সামলাতে প্রায় ৪টি দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে । মহারাষ্ট্রে উদ্ধারকাজ চালাচ্ছে ৪টি দুর্যোগ মোকাবিলা বাহিনী। উত্তরপ্রদেশে কাজ করছে প্রায় ৭টি উদ্ধারকারী দল ।
Be the first to comment