শুক্রবার দুপুরেই শহর কলকাতায় অঝোরে নেমে এলো বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতায়। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের ৫ জেলায় আজ, কাল ও পরশু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে শুক্র, শনি ও রবিবার উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আজ ও কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আগামী সোমবার রাজ্যের কয়েকটি প্রান্তে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
এদিন বিকেল ৪টে পর্যন্ত কলকাতার কোথায় কত শতাংশ বৃষ্টি হয়েছে দেখে নিন একনজরে!
মোমিনপুর- ৬৫ মিলিমিটার
বেহালা এফ.সি- ৭২.৬ মিলিমিটার
নিউ মার্কেট- ৩৯ মিলিমিটার
পাল্মার ব্রিজ- ৪৬ মিলিমিটার
বালিগঞ্জ- ৫৬ মিলিমিটার
কালীঘাট- ৫৬.৮ মিলিমিটার
চেতলা- ৪৯ মিলিমিটার
ঠনঠনিয়া- ২২ মিলিমিটার
উল্টোডাঙা- ২৯ মিলিমিটার
ধাপা- ৩৫ মিলিমিটার
জিঞ্জিরাবাজার- ৬৩ মিলিমিটার
মানিকতলা- ১৯ মিলিমিটার
দত্ত বাগান- ২২ মিলিমিটার
Be the first to comment