শনি ও রবিবার পশ্চিমবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা

Spread the love
চলতি মাসেই ৪০-এর ঘর অতিক্রম করেছে পারদ। গরমে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। তবে, শনিবার থেকে বদলাতে পারে চিত্রটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে দুটি নিম্নচাপ অক্ষরেখা। আর তার ফলেই শনি ও রবিবার কালবৈশাখীর সম্ভাবনা তৈরী হয়েছে। আর তার জেরেই শনিবার বিকেলে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি।
 
এছাড়াও কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত  ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবার বিকেলেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*