আজ রাত ১১ মধ্যে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টার মধ্যেই কলকাতা ও দমদম সংলগ্ন এলাকায় বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে ৷
অন্যদিকে, টানা আটচল্লিশ ঘণ্টা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরপ্রদেশে ঘনীভূত নিম্নচাপ অক্ষরেখা বিহার, উত্তরবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে হবে বৃষ্টি।
মঙ্গলবার ঘণ্টা খানেকের বৃষ্টিতেই নাজেহাল দশা লেকটাউন থেকে দমদম বিমানবন্দর চত্বরের। লেকটাউনের এ, বি ব্লক থেকে পাতিপুকুর আন্ডারপাস। সব জায়গাতেই জল থইথই। পাতিপুকুর আন্ডারপাসে একটি স্কুলবাস প্রায় আধঘণ্টা জলে আটকে থাকে। ঘটনাস্থলে যান বিধাননগরের এসিপি ট্রাফিক ও লেকটাউন ট্রাফিক গার্ডের কর্মীরা।
Be the first to comment