বুধবার সকাল থেকেই মেঘলা কলকাতার আকাশ। মঙ্গলবার রাত থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বুধবার সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া আফিস জানিয়েছে, রাজ্যের উত্তর দিকে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটা এখন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে।
এছাড়া ওড়িশার উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ,নদীয়া, বীরভুম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাকুড়া, হাওড়া এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন শহরে বৃষ্টিপাতের পরিমাণ-
- কলকাতা – ২.১ mm
- দমদম- ২৭.২ mm
- ব্যারাকপুর -৩৬.৪ mm
- কাঁথি- ৪৬.৬ mm
- শ্রীনিকেতন- ৪৬.৬ mm
- দীঘা- ৩৯.২ mm
- মেদিনীপুর- ২৬.৪ mm
- বহরমপুর- ১২ mm
- জলপাইগুড়ি- ৬.২ mm
- বাঁকুড়া -১৩.৮ mm
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপামাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Be the first to comment