পূর্বাভাস ছিলই। সেই পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। বাদ নেই শহর কলকাতাও।
বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। মঙ্গলবার থেকেই এটি শক্তি ধারন করছিল। এই নিম্নচাপের লাগোয়া একটি ঘুর্ণাবর্ত রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। যার ফলে আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের।
বুধবার রাতের দিকে উত্তর ২৪ পরগণা এবং হুগলি জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি হয়। ঝড় এবং বৃষ্টির তীব্রতা মারাত্মক ছিল। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভারী বৃষ্টি শুরু হয় কলকাতার বিভিন্ন অংশেও। সারা রাত বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, এই মুহূর্তে ঘুর্নাবর্তের অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। আগামী ১২ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হবে। এর জেরে ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুরে ও ঝাড়গ্রামে। ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে এর ফলে সমুদ্রে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে আরও দুর্ভোগ অপেক্ষা করে আছে রাজ্যবাসীর জন্য।
Be the first to comment