তৃণমূলের মেগা সমাবেশের সময় কলকাতায় বৃষ্টি। ঝমঝমিয়ে নামল বৃষ্টি। আরও বেশ খানিকক্ষণ টানা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-হাওড়া সহ দক্ষিণের কয়েকটি জেলায়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। সে কারণেই আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির এই পূর্বাভাস। বুধবার মৌসুমি অক্ষরেখা ধানবাদ থেকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বসিরহাট হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
২১ জুলাই তৃণমূলের সমাবেশের দিন বৃষ্টি প্রায় বাধ্যতামূলক। ওই সমাবেশের একপ্রকার ‘অঙ্গ’ হল বৃষ্টি। প্রায় প্রতি বছরই বৃষ্টি হয় ২১ জুলাই-এর সভা শুরুর আগে এবং পরে। ২০১৮ সালেও বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যে সভা হয়েছিল। তবে ২০১৯-এ ২১ জুলাইয়ের শেষ সভায় বৃষ্টি হয়নি। বাকি ২০২০ এবং ২০২১ করোনার কারণে সভা হয়নি। বৃহস্পতিবার তৃণমূলের মেগা সমাবেশে রেকর্ড ভিড় হয়েছে বলে জানিয়েছে তৃণমূল।
Be the first to comment