গরম থেকে স্বস্তি! কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদে আগামী ১-২ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারহে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ, ন্যূনতম ২৪ শতাংশ ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের। গত সপ্তাহে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪০ ডিগ্রির কাছে। কয়কেটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়। এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় দিন গুনছেন শহরবাসী। শেষমেশ আশার বাণী শোনাল আবহাওয়া দফতর।
Be the first to comment