সোমবার সারাদিন দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের কথায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যার জেরে রাজ্যে বাড়ছে বৃষ্টির দাপট। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১১৭.২ মিলিমিটার। রাতভর বৃষ্টিপাতের জেরে জল জমেছে শহর কলকাতার সর্বত্র। প্রায় একই অবস্থা জেলাগুলিরও। জমা জলে বাড়ছে দুর্ভোগ।
আবহাওয়াবিদদের কথায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যার জেরে আজ দিনভর চলবে প্রবল বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। যার জেরে লাগাতার বৃষ্টি চলছে। আগামীকাল থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ।
Be the first to comment