আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই যে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে সেকথা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শহরের তাপমাত্রা সর্বোভভ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৯.৮ মিলিমিটার।
Be the first to comment