তীব্র দাবদাহ পর সাময়িক স্বস্তি। বৃষ্টিতে ভিজবে সারা বাংলা। বৈশাখের দ্বিতীয় দিনে সকাল থেকে রোদের দাপট বাড়লেও বেলার দিকে মেঘলা হয়ে যায় আকাশ। এদিন সকাল থেকে ব্যাপক ঝড়-বৃষ্টি হয় বালুরঘাটে।
হাওয়া অফিস সূত্রে খবর, বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এ দিন কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবাহওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তর-দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদ এবং নদীয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৯৪ শতাংশ।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সিকিম ও উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা উপকূল পর্যন্ত। এর প্রভাবেই আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যজুড়ে।
Be the first to comment