যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে শারীরিক হেনস্থা, ঘেরাও করে আটকে রাখার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যপাল ৷ রাজভবন থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্যপাল জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য দায়িত্বজ্ঞানহীনতা এবং পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশের ব্যর্থতা চোখে পড়েছে ৷ উপাচার্য এবং সহ উপাচার্য বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী আটকে ছিলেন ৷ রাজ্যপাল সেই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছন ৷
রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মহাসচিব যা বলেছেন তা দূর্ভাগ্যজনক ৷ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের মহাসচিব বলেছেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে রাজ্যপাল রাজ্য সরকারকে কিছু জানান নি ৷ পার্থবাবু যা বলেছেন, তাতে তথ্যগত ক্রটি রয়েছে ৷ রাজ্যপাল এও জানিয়েছেন, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে ৷ কিন্তু কী কথা হয়েছে তা তিনি জানাতে চাননা ৷ তবে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে তিনি সকল ছাত্ররই অভিভাবক ৷ ছাত্রছাত্রীরা আলোচনার জন্য তাঁর কাছে আসতেই পারেন ৷ তবে রাজ্যপাল এদিন তাঁর বার্তায় বারবার যেকথা বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের যা দায়িত্ব তা পালন করেন নি ৷ পাশাপাশি পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ ৷
Raj Bhavan
Kolkata
NO. 072-P September 20, 2019
Press Release
The Governor and Chancellor, Jadavpur University, has expressed his relief that as a result of his visit yesterday to the University, an end to an unwholesome situation was brought about.
His visit was rendered imperative as the Vice Chancellor and the pro-Vice Chancellor had left the University while the Union Minister Shri Babool Supriyo continued to be detained by the agitating students/persons there.
In his capacity as Chancellor, being guardian of the students, he took the call so as to connect with the students in the interest of education and institution.
Before his visit to the University, the Governor and Chancellor, exhausted all possible avenues that could bring an end to the unsavoury spectacle by flagging the issue to the DGP and the Chief Secretary.
As a final step before going, the Governor/Chancellor took initiative in connecting with the Hon’ble Chief Minister, West Bengal, and duly apprised her of the grave situation and the consequences it may entail. There were many telephonic interactions between the two and in his high regard that the Governor/Chancellor has for the Hon’ble CM, personally and for the Office the CM holds, he would not like to divulge the conversation between the two, except that he left for the place after sufficient time had elapsed and the situation did not show any change.
The Governor, is his capacity as Chancellor of the University, is the guardian of all students and their well being would ever be uppermost in his mind.
The Governor is conscious of his Oath of Office whereby he undertakes to preserve, protect and defend the Constitution and the Law, and also to devote himself to the service and well being of the people of the State of West Bengal.
In discharge of his duty both as Chancellor of the University and Governor of the State, he felt it necessary to visit the University and all agencies required to be kept in the loop were informed.
It is unfortunate that the Secretary General of the All India Trinamool Congress, through a press release yesterday, has stated that the Governor did not inform the Government and has not taken the State Govt into confidence before making a visit. Obviously he did not know of the developments that took place between the Governor and the DGP/CS as also the conversation with the Hon’ble Chief Minister.
The stand in the release is factually incorrect.
The Governor would reiterate that being the guardian of all students of the University, his doors are always open for the students and interaction would only help the concerns of the students and would be in the interest of the University and the education.
The Governor looks forward to interacting with the students and faculty of JU so that the University registers incremental rise and wholesome education environment.
The issue of serious lapses by the University VC, including virtual abandonment of his obligations, and apparent failure of the State Police Administration in attending to the situations appropriately and inadequate security arrangements for the Governor/Chancellor during his visit are receiving his attention for way forward steps.
Be the first to comment