বুধবার নবান্নে প্রায় ১ ঘণ্টার মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমএনএস নেতা রাজ ঠাকরের বৈঠক হয়। বৈঠক শেষে রাজ বলেন, ২১ আগস্ট মহারাষ্ট্রে নো ইভিএম র্যালি হচ্ছে। তাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান। যদিও মমতা বলেন, ওই দিন তাঁর পূর্ব নির্ধারিত কাজ রয়েছে। ব্যালটের দাবিতে রাজ ইতিমধ্যেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন। দেখা করবেন অনান্য নেতাদের সঙ্গেও।
এদিন তাঁকে প্রশ্ন করা হয় আবার কী অ্যান্টি মোদী একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে? উত্তরে তিনি বলেন, এটা অ্যান্টি ইভিএম প্ল্যাটফর্ম। অ্যান্টি ইভিএম মানে যদি অ্যান্টি মোদী হয় তাহলে এটা তাই।
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন রাজ ঠাকরে?
শুনুন!
Be the first to comment