অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার রাজাবাগানের ব্যবসায়ী, গ্রেফতার ৪ অপহরণকারী

Spread the love
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হল রাজাবাগানের কয়লা ব্যবসায়ীকে। গতরাত ৮টায় রাজাবাগান এলাকা থেকে অপহরণ করা হয় মহম্মদ আসলাম(২২) নামে এক কয়লা ব্যবসায়ীকে। রবিবার ভোরে তাঁকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি চার অপহরণকারীকেও গ্রেপ্তার করে। আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়।
মহম্মদ আসলাম কলকাতার রাজাবাগানের বাসিন্দা। এই এলাকাতেই তাঁর কয়লার দোকান। গতরাত ৮টার সময় এক বন্ধু তাঁকে দেখা করার জন্য ডাকে। তারপর থেকে আসলামের কোনও খোঁজ মেলেনি। কিছুক্ষণ পর আসলামের বাবা মহম্মদ শাকিলের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে। এরপরই তিনি রাজাবাগান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। 
পুলিশ ফোনের টাওয়ার লোকেট করে জানতে পারে ফোনগুলি গার্ডেনরিচের একটি নার্সিংহোম থেকে আসছে। পুলিশ সূত্রে জানা গেছে, আসলামকে ওই নার্সিংহোমের ছাদে আটকে রেখেছিল অপহরণকারীরা। এমনকী মুক্তিপণ না দিলে আসলামকে ছাদ ঠেলে ফেলা দেওয়া হবে বলে হুমকি দেয়। এরপর পুলিশ ছদ্মবেশে গার্ডেনরিচ এলাকার ওই নার্সিংহোমটিকে ঘিরে ফেলে। মহম্মদ শাকিল অপহরণকারীদের মুক্তিপণ দেওয়ার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।
পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনের মধ্যে একজন আসলামের বন্ধু। বাকি ৩ জন অপরিচিত। ধৃতদের বিরুদ্ধে অপহরণ ও ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*