এই দিনটা তাঁর জীবনের কালো দিন। করুণানিধির মৃত্যুতে এমনটাই বললেন থালাইভা। টুইটারে এ কথা জানিয়ে, তাঁর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন রজনীকান্ত। কয়েক দিন আগেই প্রয়াত নেতার ৯৪তম জন্মদিনে তাঁর বাসভবনে গিয়ে ছবিটি তুলেছিলেন তিনি।
রজনীকান্ত নিজে রাজনীতিতে যোগ দিয়েছেন খুব বেশি দিন হয়নি। কিন্তু তার প্রায় দু’দশক আগেই তিনি করুণানিধির ক্ষমতায় আসা নিয়ে বিশাল গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “এবারের নির্বাচনেও যদি জয়ললিতা জেতেন তাহলে ভগবানও তামিলনাড়ুকে বাঁচাতে পারবেন না।” তাঁর এই কথাতেই কাজ হয়েছিল। জিতেছিলেন করুণানিধি। হবে না-ই বা কেন। বিশাল ফ্যান-ফলোয়ার্স অধ্যুষিত থালাইভার কোনও এক পক্ষ নেওয়া মানে, সেই পক্ষের ভার অনেকটাই বেড়ে যায়।
রজনীর এই একটি কথাতেই তামিল রাজনীতির পট পরিবর্তন হয়েছিল সেই ১৯৯৬ সালে। এর নেপথ্যে রজনীর ভূমিকা নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয়ে থাকে। এ নিয়ে অনুতাপও রয়েছে থালাইভার। দেড় বছর আগে জয়ললিতা মারা যাওয়ার পরে সে কথা জানান তিনি।
করুণানিধির মৃত্যুতে রজনীকান্ত টুইট করেন, “আজকের দিনটা আমার জীবনে কালো দিন। এই দিনটার কথা কখনও ভুলতে পারব না। ওঁর আত্মার শান্তি কামনা করি।”
Be the first to comment