ছবি সৌজন্যে- এএনআই
এবার কাবেরি ইস্যু নিয়ে উত্তাল হলো চেন্নাই। রাজ্যের গুরুত্বপূর্ণ ইস্যুতে রবিবার মুখ খুললেন খোদ রজনীকান্ত। তিনি জানালেন, আইপিএল-এর জন্য সঠিক সময় নয় এটি। ক্রিকেটারদের কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো উচিত। ভাল্লুভর কোট্টম-এ আজ সকালে কাবেরি ইস্যু নিয়ে প্রতিবাদে নেমেছে দক্ষিণ ভারতের আর্টিস্ট অ্যাসোসিয়েশন। প্রতিবাদে সামিল হন বিজয়, শিবাকার্তিকেয়ন, উধয়া, আরতি গণেশের মতো শিল্পীমহল। আজ এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে আইপিএল-এর সমালোচনা করেন রজনীকান্ত।
রজনীকান্ত বলেন, কাবেরি ম্যানেজমেন্ট বোর্ড না হলে কেন্দ্রের উপর চটে যাবে তামিলনাড়ুর বাসিন্দারা। রাজ্যে আইপিএল যদি নিষিদ্ধ না করা হয়, তবে ক্রিকেটারদের ম্যাচ চলাকালীন কালো ব্যাজ পরা উচিত। আজ সকালে ভাল্লুভর কোট্টমের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলেন রজনীকান্ত। ছিলেন আরেক দক্ষিণী অভিনেতা কমল হাসান। গত মাসেই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন রজনীকান্ত। পাশাপাশি রজনীকান্ত আরও বলেন, অশিক্ষা, দারিদ্র আমাদের প্রধান শত্রু।
Be the first to comment