বোধনের আগেই ঢাকে কাঠি রাজার শহরে। বৃহস্পতিবার বর্ধমানের জাগ্রত দেবী সর্বমঙ্গলার ঘট তোলা হয় কৃষ্ণসায়র থেকে। কার্যত দুর্গাপুজো শুরু হলো আজ থেকেই। ১৭৬০ খ্রিস্টাব্দে চুনুরীরা দামোদর নদের পার থেকে উদ্ধার করে দেবী সর্বমঙ্গলাকে। পরবর্তীকালে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকেই বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। প্রতি বছর চিরাচরিত প্রথা মেনে দুর্গাপুজোর আগে দেবীর ঘট তোলা হয়, আজও তার ব্যতিক্রম হয়নি। বিপুল ভক্তসমাগমের মধ্যে দেবীর ঘট প্রতিষ্ঠা হলো। একই সঙ্গে বাজলো পুজোর ঘণ্টা।
Be the first to comment