রাজস্থানে উল্কাপাত! ২.৮ কেজির ‘রহস্যময় বস্তু’ ঘিরে চাঞ্চল্য

Spread the love

উল্কাপিণ্ডের মতোই দেখতে। এখনও প্রমাণিত না হলেও প্রাথমিক অনুমান তাই বলছে। শুক্রবার ভোরে, রাজস্থানের জালোর জেলার সানচোরে শহরে আকাশ থেকে তীব্র গতিতে ছুটে এসে আছড়ে পড়েছে একটি মাঝারি মাপের উল্কা। এই ঘটনায় মাটিতে ২-৩ ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। তবে উল্কাপাতের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের খবর, এলাকায় যে জায়গায় উল্কাটি পাওয়া যায়, সেখানে একটি বিস্ফোরণের মতো আওয়াজ পাওয়া যায়। বিকট আওয়াজে আছড়ে পড়ে মাটিতে। খুব ভোরের সেই আওয়াজে অনেকে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। শহরের কাছেই গায়েত্রী চৌক এলাকায় ওই অদ্ভূত পাথরখণ্ডটি পাওয়া যায়। স্থানীয়রাই প্রথমে দেখেন, পরে পুলিশ ও প্রশাসনকে খবর দেওয়া হয়।

সানচোরের সাব ডিভিশনাল অফিসার ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, সকাল ৭টার সময় ওই উল্কাখণ্ডটি খুঁজে পাওয়া যায়। বস্তুটির ওজন প্রায় ২.৮ কেজি। তিনি আরও জানিয়েছেন, আমরা পাথরের খণ্ডটি যেখানে পাই, সেখানে প্রায় ২-৩ ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বস্তুটিকে উদ্ধার করে দিল্লিতে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেটি এখন নিরাপদ স্থানেই রাখা হয়েছে।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকেই ভিড় করে গর্তটিকে দেখতে আসছে। এই মহাজাগতিক ঘটনা নিয়ে উত্‍সাহ প্রকাশ করেছেন বিজ্ঞানীরাও।
এর আগেও রাজস্থানে উল্কাপাত ঘটেছে। রাজস্থানের আলওয়ারে আছড়ে পড়েছিল একটি বড়সড় উল্কা। অন্ধকার আকাশের বুক চিরে তীব্র গতিতে ছুটে আসা আলোর রেখা ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। একটি কারখানার কম্পাউন্ডের মধ্যে উল্কার আঘাতে ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*