ধর্ষণের অভিযোগে আজমেরের মন্দিরের পূজারীর জেল হেফাজত

Spread the love

রাজস্থানের আজমেরে গত বৃহস্পতিবার সাত বছরের এক মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কল্যাণীপুরা এলাকার কালিচট মন্দিরের পূজারির জেল হেফাজতের নির্দেশ দিল স্থানীয় আদালত। জানা গিয়েছে, ৪৯ বছরের স্বামী শিবানন্দ ওরফে বলবন্তকে প্রথমে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছিল। নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষার পর তার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে পকসো আইনে মামলা রুজু করা হয়।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার থানায় নির্যাতিতার বাবা অভিযোগ করেন যে, ওই পূজারি তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল। তাঁর অভিযোগ, তিনি ও তাঁর মেয়ে কালিচট মন্দিরে গিয়েছিলেন। পরে তিনি পাহাড়ের কিছুটা উপরে হনুমান মন্দিরে যেতে মনস্থ করেন। কিন্তু ছোট্ট মেয়ে পাহাড়ে উঠতে পারবে না ভেবে তিনি তাকে কালিচট মন্দিরে রেখে যান। হনুমান মন্দির থেকে ফিরে এসে তিনি দেখেন সূজারি তাঁর মেয়েকে মন্দির সংলগ্ন নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছে।
এরইমধ্যে কল্যাণীপুরা এলাকার বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ উগরে দেন এবং তার কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে একটি স্মারকলিপিও জমা দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*